স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা বিচার বিভাগীয় তদন্ত ও পরিবারকে ক্ষতিপূরন চেয়ে করা রিট কার্য্য তালিকা থেকে বাদ দেয়ার পরের দিন আবারও হাইকোর্টের আরেকটি বেঞ্চের কার্য্য তালিকায় উঠেছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিম এর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য তালিকায়র ৫৩ নম্বরে ছিল। তবে আগামীকাল রিট মামলাটি শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।তিনি বলেন, তনু হত্যার বিষয়ে করা রিট আবেদনটি মঙ্গলবারের কার্যতালিকায় ছিল। মামলার নথি পত্র না আসায় রিটের শুনানি হয়নি।