ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োগে অনিয়ম ॥ তদন্ত শুরু

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ এপ্রিল ২০১৬

পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োগে অনিয়ম ॥ তদন্ত শুরু

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব এবং বন অধিদফতর ও বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাব-কমিটি। স্থায়ী কমিটির আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছে সাব-কমিটি। রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মোঃ ইয়াসিন আলী ও মেরিনা রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×