স্টাফ রিপোর্টার ॥ পরবর্তী আন্দোলনে সফলতা অর্জন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক আলেঅচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আন্দোলন আরেকবার ব্যর্থ হলে দলের তৃণমূল নেতাকর্মীরা আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নামতে হবে: গয়েশ্বর
প্রকাশিত: ০০:৪৮, ২৩ মার্চ ২০১৬
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: