ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন

প্রকাশিত: ০০:০৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

নাশকতার সাত মামলায় মিন্টুর জামিন

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। আবদুল আউয়াল মিন্টু সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে তিনি এ আবেদন করেন। দুপুরে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে পল্টন থানায় দায়ের করা পাঁচ ও রমনা থানায় দায়ের করা এক মামলা এবং শাহবাগ থানায় দায়ের করা এক মামলার জামিন শুনানি ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলমের আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় ২০১৫ সালের জানুয়ারি মাসে ছয় মামলা এবং ২০১৪ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। দায়ের করা মামলাগুলোতে মিন্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন।
×