ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু 

প্রকাশিত: ১৮:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু 

কয়েদীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জে বন্দি আনিছুর রহমান (৬০) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. আসাদুজ্জামান জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কিডনি হাসপাতালে, পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিলে জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তার কয়েদী নং- ৮৫৮৭/এ।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×