
দুবাই
দুবাইতে ঘুরতে যেতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মরুভূমির দেশটিতে পর্যটকদের আকৃষ্ট করার জন্য সব ধরনের সুবিধা রয়েছে। অনেকে সময় পেলে দুবাইতে ঘুরতে যেতে যান, কিন্তু কীভাবে ভিসা পাওয়া যাবে তা হয়তো জানা নেই। দুবাইতে বিদেশি বা পর্যটকদের জন্য দুইভাবে ভিসা প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে মাল্টি এন্ট্রি ভিসা এবং ওয়ান এন্ট্রি ভিসা।
সংযুক্ত আরব আমিরাতে যেতে চার উপায়ে ভিসার আবেদন করা যায়
১. ফেডারাল অর্থরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টম এন্ড পোর্স্ট সিকিউরিট
আবু ধাবি, সারজা, আজমান, রাজ আল খাইমাহ, উম আল কুআইনের ভিসা প্রদান করে থাকে ফেডারাল অর্থরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টম এন্ড পোর্স্ট সিকিউরিট। তাই অনলাইনে ভিসা পাওয়ার জন্য smartservices.icp.gov.ae এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া অ্যান্ডয়েড মোবাইল অ্যাপ UAEICP ডাউনলোড করে এখান থেকেও আবেদন করতে পারেন।
২. জেনারেল ডিরেক্টর অব রেসিডেন্সি এন্ড ফরেইন অ্যাফেয়ারস দুবাই
আপনি যদি দুবাই যেতে চান তাহলে gdrfad.gov.ae. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩. আমার সেন্টার
দুবাইতে পরিবার নিতে চাইলে, কিংবা দীর্ঘ দিন দুবাইতে থাকতে চাইলে https://gdrfad.gov.ae/en/customer-happiness-centers এখানে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।
৪ টাইপি সেন্টার
সংযুক্ত আরব আমিরাত বেশকিছু টাইপিং সেন্টারের অনুমোদন দিয়েছে। এসব সেন্টারে গিয়ে যে ধরনের ভিসা চান তা নির্দিষ্ট পরিমান ফি প্রদান করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের ওয়েবসাইট https://icp.gov.ae/en/typing-offices/
এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ভিসা -
৩০, ৬০ এবং ৯০ দিনের সিঙ্গেল ভিজিট ভিসা, চাকরিজীবীদের ৬০, ৯০ এবং ১২০ দিনের ভিসা, ৩০ ও ৬০ দিনের মাল্টি এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, ৫ বছরের মাল্টি এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, ইনভেস্টর ভিসা বা বিজনেস ভিসা, ভারতীয়দের জন্য ১৪ দিনের ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা।
এসব ভিসা পাওয়ার জন্য খরচের পরিমাণও আলাদা আলাদা।
সূত্র: গালফ নিউজ
এস