ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রায়পুরে ব্যতিক্রমী স্বাস্থ্য ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

প্রদীপ কুমার রায়, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৪:১৮, ১১ মে ২০২৫

রায়পুরে ব্যতিক্রমী স্বাস্থ্য ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

ছবি: দৈনিক জনকন্ঠ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্প। 

রবিবার (১১ মে)  প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ফিজিওথেরাপি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় শতাধিক সেবাপ্রত্যাশীকে।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্যা দুলাল। প্রধান অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, ‘সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কার্যক্রম। এই ক্যাম্প তারই একটি অংশ।’

সেবাগ্রহীতাদের মধ্যে যারা চোখে ঝাপসা দেখেন বা নিকট দৃষ্টিতে সমস্যায় ভুগছেন- তাদের চক্ষু পরীক্ষা করে দেওয়া হয় চশমা। ব্র্যাক-এর সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রবীণ নারীরা বললেন, ‘চোখে আবার দেখতে পাচ্ছি-এ যেন নতুন জীবন!’ ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় হাঁটতে কষ্ট হয় এমন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের। অসহায় এক বৃদ্ধা বলেন, ‘বাড়ি থেকে বের হতেও পারতাম না, আজ শরীরে একটু আরাম লাগছে।’

প্রতিষ্ঠানটি জানায়, রায়পুর ও হায়দারগঞ্জে স্থায়ীভাবে দুটি ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হচ্ছে। নিয়মিত সেবার অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে অসহায় মানুষের পাশে। এই ক্যাম্প যেন ছিল শুধুই চিকিৎসা নয় একটি মানবিক সেতুবন্ধন।

একদিনের আয়োজন হলেও তার প্রভাব দীর্ঘমেয়াদি। বঞ্চিত মানুষের মুখে ফিরেছে আশার আলো। প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মিরাজ খান

×