ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

প্রকাশিত: ১৪:০৫, ১১ মে ২০২৫; আপডেট: ১৪:০৬, ১১ মে ২০২৫

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশ্বের সকল মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে তারেক রহমান বলেন,“আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে। আমি কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

তিনি বলেন, মা দিবস একটি সম্মানসূচক আন্তর্জাতিক দিবস, যা পরিবার ও সমাজে মায়ের অবদানকে স্বীকৃতি জানানোর জন্য পালিত হয়। এই দিনে বিশ্বের নানা প্রান্তে মাকে কেন্দ্র করে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
“মায়ের জন্য সন্তানের ভালবাসা প্রতিদিনই থাকে। তবে স্বতন্ত্রভাবে সেই ভালোবাসা প্রকাশের জন্যই আজকের এই দিন। পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে,”বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন,“মা দিনের সব অবসাদ, ক্লান্তি ভুলে সন্তানকে আগলে রাখেন। সুমাতার সহচর্যে সন্তানের মধ্যে গড়ে ওঠে মানবিক মূল্যবোধ ও চারিত্রিক পবিত্রতা। বহু দেশ ও সংস্কৃতিতে মা দিবস পালন আজ এক আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হয়েছে।”

পোস্টে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে বলেন,“রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম, জনগণের প্রতি মমতা ও নিঃস্বার্থ ভালোবাসায়। তাঁর শাসনামলে নারী শিক্ষার প্রসারে গৃহীত হয়েছিল বহু কার্যকর উদ্যোগ, যাতে ছাত্রীরা স্কুল থেকে ঝরে না পড়ে।”

তিনি দেশনেত্রীকে নারী শিক্ষার অগ্রদূত ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন,“শৈশব থেকে আনন্দ-বেদনা, ভয় কিংবা আশার প্রতিটি অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। আমার প্রত্যাশা সকল মা যেন তাঁদের সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। কারণ, সন্তানের ভবিষ্যৎ গঠন এবং জাতিকে আলোকিত করার পথ দেখাতে পারেন কেবল একজন সুমাতা।”

 

আফরোজা

×