ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৪:২৩, ১১ মে ২০২৫; আপডেট: ১৪:২৭, ১১ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার

ছবি : জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকার ঝোপঝাড় থেকে সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে।

পুলিশের দাবি, সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।

এদিকে শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা (বনানীপাড়া) এলাকার বাসিন্দা ছিলেন।

লিটন মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সা/ই

×