ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ১৪:১৭, ১১ মে ২০২৫

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

ছবি: জনকণ্ঠ

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে।

বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাহাড়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় মিজানুর রহমান কিশোর তদন্তেপ্রাপ্ত আসামি। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে পাহাড়পুর বাজার থেকে গ্রেফতার করে ওই মামলায় তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ৫ আগষ্টের পর থেকে তিনি কৌশলগতভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তাছাড়াও তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এএইচএ

×