ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নামাজে, ঘুমে বাধা— মশার অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী

এস এ রকিব, নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর জামালপুর

প্রকাশিত: ১৪:১৪, ১১ মে ২০২৫; আপডেট: ১৪:১৬, ১১ মে ২০২৫

নামাজে, ঘুমে বাধা— মশার অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী

ছবি : জনকণ্ঠ

জামালপুরের ইসলামপুরে পৌরসভা ও গ্রামে মশার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। সন্ধ্যা হলেই মশার অত্যাচারে কোথাও দাঁড়িয়ে শান্তি নেই। যেদিকে যাওয়া হয়, অতিরিক্ত মশার যন্ত্রণায় মানুষ কুপোকাত হচ্ছে। কিন্তু মশা নিধনের তেমন কোনো কার্যক্রম কোথাও দেখা যাচ্ছে না। মশার বংশবিস্তার খুব দ্রুত ছড়াচ্ছে— যা উদ্বেগজনক।

তাছাড়া, মশার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্রতিনিয়তই রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বাসা কিংবা অফিসে মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কয়েল, এরোসল, ধূপ কিংবা ইলেকট্রিক কীটনাশক ব্যবহার করেও কোনো ফলপ্রসূ হচ্ছে না। ভবনের একতলা কিংবা বিভিন্ন তলা অথবা গণবসতি এলাকা— কোথাও মশার অত্যাচারে উদ্বিগ্ন মানুষ।

রাত্রিকালীন আবাসিক মাদ্রাসা, স্কুল ও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা মশার অত্যাচারে ঠিকমতো পড়তে, ঘুমাতে কিংবা ইবাদাতে মনোযোগ দিতে পারছেন না।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব তোহিদুর রহমান জনকণ্ঠকে বলেন,
"পৌরসভার ড্রেনসমূহ পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হলে মশার প্রাদুর্ভাব কমে আসবে ইনশাআল্লাহ।"

সা/ই

×