ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মায়ের জন্য ভালবাসা ব্যতিক্রমী দৃষ্টান্ত

অপরাজিতা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১৫ আগস্ট ২০২২

মায়ের জন্য ভালবাসা ব্যতিক্রমী দৃষ্টান্ত

দুই পুত্র ইমরান ও অপূর্ব

দুই পুত্র সন্তানের জননী মা ডলি আক্তার২ বছর আগে স্বামী মারা যান হরেক রকম শারীরিক জটিলতায়দুই পুত্র ইমরান ও অপূর্বপিতা মারা যাবার পর থেকেই মার নিঃসঙ্গতায় দুই ছেলেই ভারাক্রান্তপিতা ইয়াদ আলী গত হলে মায়ের একাকিত্বে ছেলেরা একেবারেই বিমর্ষমা ডলি আক্তারের বয়স ৪২লেখাপড়াও বেশি দূর গড়ায়নিমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে শিক্ষাকর্মের পাঠ চুকিয়েছেন

ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্বের দেওয়া এক বিজ্ঞাপন চমকপ্রদ হওয়ার মতোইডলি আক্তারের ছেলে এই অপূর্ব মায়ের জন্য পাত্র খুঁজতে বিজ্ঞাপনের শরণাপন্ন হয়েছেনচাঞ্চল্যকর এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই আকৃষ্ট করেছেঅপূর্ব জিএ্যান্ড টেকনামের এক অনলাইন পেজে ব্যবসার সঙ্গে জড়িতবড় ভাই মোহাম্মদ ইমরান হোসেনতিনিও ব্যবসায়িক কার্যক্রমে নিজেকে বড় বেশি ব্যস্ত রাখেনসঙ্গতকারণে দুই পুত্র সন্তানই ভাবছেন মায়ের অসহনীয় একাকী দিনযাপন সত্যিই বেদনাদায়কমাকে সব সময়ের জন্য একজন সঙ্গী দেয়াও কর্তব্য মনে করছেন তার গর্ভজাত সন্তানরা

অভিনব, ব্যতিক্রমী এবং অনন্য ভাবনাসাধারণত সন্তানরা মাকে নিজেদের মধ্যেই আঁকড়ে ধরে রাখতে চায়মায়ের সেবা পরিচর্যায় বড় হওয়াও সন্তানদের আকাক্সিক্ষত স্বপ্নতবে মাকে ভাল রাখতে সব সন্তানই নিজেদের সামর্থ্য অনুযায়ী সব কিছু করতে একেবারে অকুণ্ঠিততবে ব্যস্ততম সন্তানরা আসলেই সেভাবে কখনও ভাবেও নাপিতার অবর্তমানে মায়ের দুঃসহ সময়গুলো কিভাবে কাটে

বিভিন্ন সূত্রে জানা যায়, দুই ছেলের সঙ্গেই মায়ের সম্পর্ক গভীরই শুধু নয়- তার চেয়েও বেশি বন্ধুত্বের এক অকৃত্রিম বাঁধনওসেভাবেই তারা অনুভব করলেন মায়ের প্রতি মুহূর্তের অন্তরনিঃসৃত বেদনা, স্বামীকে হারানোর অসহনীয় শোকগাথা

বড় সন্তান ইমরান বিবাহিততার পাঁচ বছরের এক সন্তানও আছেতবে বাবা মারা যাওয়ার আগ থেকেই সবাই এক সঙ্গে মিলেমিশে থাকাও পারিবারিক নির্মল সম্পর্কএই নিবিড় সান্নিধ্যে আটকানো দুই সন্তানই ভাবতে বসেন- মা তাদের সঙ্গে সব আনন্দ-দুঃখ ভাগ করে নিতে কেমন যেন কুণ্ঠিতঅকপটে সব কথা বলতেও দ্বিধা দ্বন্দ্বে ভোগেন

তাদের মতে মায়ের বয়স এমন কিছু বেশি নয়মা স্বাচ্ছন্দ্যে কোন একজন পছন্দের মানুষের সঙ্গে সংসার করতে পারেনতাদের দুই ভাইয়েরই বিন্দুমাত্র আপত্তি নেইমায়ের নতুন জীবন গড়া নিয়ে ছোটজন অপূর্ব কথাও বলেছেন নির্দ্বিধায় মমতাময়ী জননীর সঙ্গেশেষ অবধি মায়েরও সম্মতি আদায় হলোবড় ভাই ইমরানও সানন্দে মত দিয়ে দিলআর কোন বাধা না থাকায় অপূর্ব সাহস করে বিজ্ঞাপন ছাপিয়ে দিল মায়ের জন্য একজন ধার্মিক সুপাত্রেরহ্যাঁ অবশ্যই মায়ের জন্য নির্বাচন করা মানুষটিকে নামাজ পড়তেই হবে

একজন ভাল জীবনসঙ্গী মায়ের জন্য খুব প্রয়োজনসন্তানদের এমন মানবিক আবেদন ও বিচারবোধে মা ডলি আক্তারও নিশ্চিন্ত এবং খুশিতবে একটাই বিষয় নতুন মানুষকে তার সন্তানদের জন্য কিছু করাও দরকারছেলেদের তেমন কোন অভাব অভিযোগ নেইচাওয়া-পাওয়াও নেইশুধু তাদের আপন করে নিলেই মা ডলি আনন্দিত হবেন

ইমরান ও অপূর্বকে প্রাণঢালা অভিনন্দনমায়ের জন্য এমন একটি মহ ভাবনা করায়সত্যিই তো ছেলেরা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্তনিঃসঙ্গ ও একাকিত্বের বোঝা আর কত সামলানো যায়আমরা আশা করব মা ডলি আক্তারের জন্য পছন্দ মতো একজন সুপাত্র যেন আল্লাহই মিলিয়ে দেন

 

অপরাজিতা প্রতিবেদক

×