ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যাংক ঋণে জামিনদার হওয়ার আইনি ঝুঁকি

প্রকাশিত: ০৯:৫২, ২৭ মে ২০২৫

ব্যাংক ঋণে জামিনদার হওয়ার আইনি ঝুঁকি

ছবি: প্রতীকী

ব্যাংক ঋণের জামিনদার (গ্যারেন্টর) হওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানান আইনজীবীরা। সম্প্রতি এক ভিডিও আলোচনায় ব্যারিস্টার তাসমিয়া আঞ্জুম বলেন, পরিচিতজনের অনুরোধে অনেকেই ব্যাংক ঋণের গ্যারেন্টর বা জামিনদার হয়ে থাকেন। তবে এটি যে কত বড় ঝুঁকি ডেকে আনতে পারে, তা অনেকেই বুঝে উঠতে পারেন না।

তিনি জানান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ ঋণ নিলে এবং নির্ধারিত সময়ে সেই ঋণ পরিশোধে ব্যর্থ হলে, কেবল ঋণগ্রহীতা নয়, তার জামিনদারকেও সমান দায়ভার বহন করতে হয়। অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৬ নম্বর ধারার ৫ উপধারায় স্পষ্ট বলা আছে, ব্যাংক ঋণগ্রহীতার পাশাপাশি গ্যারেন্টরের বিরুদ্ধেও মামলা করতে পারে এবং আদালতের রায় তাদের উভয়ের বিরুদ্ধেই কার্যকর হতে পারে।

এতে করে গ্যারেন্টরও একটি আর্থিক মামলার বিবাদী হয়ে পড়েন, যদিও তিনি সেই ঋণের কোন টাকা ব্যবহার করেননি।

ব্যারিস্টার তাসমিয়া আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর রিপোর্টেও জামিনদারের নাম যুক্ত হয়ে যায় ঋণ খেলাপি তালিকায়। ফলে ভবিষ্যতে জামিনদার হিসেবে থাকা ব্যক্তি নিজে ব্যাংক ঋণের জন্য আবেদন করলেও, তার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

তিনি সাধারণ মানুষকে অনুরোধ করে বলেন, কেউ যদি জামিনদার হতে বলেন, তাহলে আবেগ নয়, আইন ও ভবিষ্যতের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

 

সূত্র: https://www.youtube.com/shorts/j82riguMKFQ

 

রাকিব

×