
ছবিঃ সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানের সঙ্গে বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
শনিবার (২ আগস্ট) সকালে ইসলামাবাদের উদ্দেশে তেহরান ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে "ইতিবাচক ও গঠনমূলক" সম্পর্কের প্রশংসা করেন।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বার্ষিক বাণিজ্যিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের পাশে থাকার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আগ্রাসনের নিন্দা জানানোয় পাকিস্তান প্রশংসার দাবিদার।
পেজেশকিয়ান জানান, ইসলামাবাদ সফরের সময় তিনি নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা টিকিয়ে রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিকল্প নেই।
এই সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
ইমরান