ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

হোয়াইট হাউজে ২০০ মিলিয়ন ডলারের রাজকীয় বলরুম!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ৩ আগস্ট ২০২৫

হোয়াইট হাউজে ২০০ মিলিয়ন ডলারের রাজকীয় বলরুম!

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজে ট্রাম্পের ২০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তার সময়কালের সবচেয়ে ব্যয়বহুল এবং জাঁকজমকপূর্ণ স্থাপত্যিক প্রকল্প হাতে নিচ্ছেন। পূর্ব উইংয়ের পাশে নির্মিত হতে যাচ্ছে একটি বিশাল বলরুম, যার প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এটি হবে হোয়াইট হাউজের ইতিহাসে অন্যতম বড় নির্মাণ সংযোজন।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট ৩১ জুলাই এক সংবাদ সম্মেলনে জানান, বলরুমটির আয়তন হবে প্রায় ৯০,০০০ বর্গফুট এবং এতে ৬৫০ জন অতিথি একসঙ্গে বসতে পারবেন। এটি বর্তমানে ব্যবহৃত ইস্ট রুমের তুলনায় অনেক বড়, যেখানে সর্বোচ্চ ২০০ জনের আসন ব্যবস্থা রয়েছে। বলরুমের নকশা এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি হোয়াইট হাউজের ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

প্রেস সচিব আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও কিছু বেসরকারি দাতা এই প্রকল্পের ব্যয় বহন করবেন। তবে দাতাদের পরিচয় বা অবদানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নির্মাণকাজ ২০২৯ সালের জানুয়ারির মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালেও এই বলরুম নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন এবং সে সময় নিজেই ১০০ মিলিয়ন ডলার খরচ করতে চেয়েছিলেন, তবে বারাক ওবামা প্রশাসন তা নাকচ করেছিল।

সংবাদ সম্মেলনে পূর্ব উইংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে লেভিট জানান, এটি “আধুনিকায়নের” আওতায় আসবে, যা আংশিক ভেঙে নতুন করে গঠনের ইঙ্গিত দেয়।

এই বলরুম নির্মাণ প্রকল্প হোয়াইট হাউজের দীর্ঘ স্থাপত্য ইতিহাসের অংশ হয়ে উঠতে চলেছে। প্রথম নির্মাণ শুরু হয় ১৭৯২ সালে, আইরিশ স্থপতি জেমস হোবানের নকশায়। নির্মাণকাজে ব্যবহৃত হয়েছিল আফ্রিকান আমেরিকান দাসশ্রমিকদের শ্রম এবং প্রথম বাসিন্দা হিসেবে প্রেসিডেন্ট জন অ্যাডামস ১৮০০ সালে হোয়াইট হাউজে ওঠেন।

১৮১৪ সালে ব্রিটিশ বাহিনী আগুন দিয়ে হোয়াইট হাউজ ধ্বংস করলেও পরে তা পুনর্নির্মাণ হয়। এরপর যুগে যুগে হোয়াইট হাউজে নানা রকম স্থাপত্যিক ও প্রযুক্তিগত পরিবর্তন এসেছে। থিওডোর রুজভেল্ট ওয়েস্ট উইং নির্মাণ করেন ১৯০২ সালে, উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট যুক্ত করেন প্রথম ওভাল অফিস, হ্যারি ট্রুম্যান পুরো ভবনের অভ্যন্তর পুনর্নির্মাণ করেন, জন এফ কেনেডি ঐতিহাসিক মূল্য সংযোজন করেন, আর বারাক ওবামা ওয়াই-ফাই এবং বাস্কেটবল কোর্ট যুক্ত করেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউজের বিভিন্ন সংস্কার প্রকল্পে আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। নতুন বলরুম সেই খরচের একাই প্রায় ৮০% ছুঁয়ে ফেলবে।

অন্যদিকে, একই সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের $২.৫ বিলিয়ন রিনোভেশন প্রকল্প নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন সুদের হার ৩ শতাংশ কমাতে হবে। তবে ফেডারেল রিজার্ভ ৩০ জুলাই তাদের সুদের হার ৪.২৫–৪.৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে, যা ট্রাম্পের পছন্দ হয়নি।

মুমু ২

×