
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে চালক
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক নারী চালক। ঘটনাটি ঘটেছে ভারতের নবি মুম্বাইয়ে। ভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি না হলেও এই ঘটনা প্রযুক্তির অতিনির্ভরতার ঝুঁকি আবারও সামনে এনেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে গুগল ম্যাপের নির্দেশনা মেনে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। কিন্তু ভুল তথ্যের কারণে তিনি চলে যান বেলাপুর বে ব্রিজের নিচে, ধ্রুবতারা জেটির একটি সরু ও ঝুঁকিপূর্ণ পথে। সেই পথ দিয়ে গাড়ি চালানোর কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালের পানিতে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় মেরিন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চালককে নিরাপদে উদ্ধার করে। তার কোনো বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি। পরবর্তীতে একটি ক্রেনের সাহায্যে পানিতে ডুবে যাওয়া গাড়িটিও তুলে আনা হয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, পানির নিচ থেকে কীভাবে গাড়িটিকে টেনে তোলা হচ্ছে। ভারতে গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে এর আগেও বহু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশে একবার একটি ভাঙা সেতুর দিকে গাড়ি চালিয়ে ফেলার ফলে তিনজন প্রাণ হারান। হায়দরাবাদ থেকে কেরালাগামী পর্যটক দলও একই ধরনের ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন, তবে শেষমেশ তারা বেঁচে যান।
এনডিটিভি
তাসমিম