ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ইলন মাস্কের দাবি মিথ্যা প্রমাণ করল এফবিআই!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৮ জুলাই ২০২৫

ইলন মাস্কের দাবি মিথ্যা প্রমাণ করল এফবিআই!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) সোমবার এক যৌথ স্মারকলিপিতে জানিয়েছে, জেফরি এপস্টাইন আত্মহত্যাই করেছিলেন এবং তার কোনো ‘ক্লায়েন্ট লিস্ট’ ছিল না।

এটি পূর্ববর্তী বিভিন্ন তদন্তের ফলাফলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছিল এপস্টাইন নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন সংশোধনাগারে ২০১৯ সালের ১০ আগস্ট তারিখে আত্মহত্যা করেছিলেন।

তবে এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের নেতৃত্বে ড্যান বংগিনোর মতো ব্যক্তি নিয়োগ দিয়েছেন, যিনি এপস্টাইনের মৃত্যু নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, “বিস্তৃত তদন্তের পর এফবিআই নিশ্চিত করেছে যে, জেফরি এপস্টাইন ২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তার সেলে আত্মহত্যা করেছিলেন। পূর্ববর্তী অনুসন্ধানেও একই ফলাফল এসেছে।”

এফবিআই জানায়, তারা এপস্টাইনের অবস্থানকৃত এলাকার ভিডিও ফুটেজ উন্নত করে পর্যালোচনা করেছে এবং কোনো ব্যক্তি সেখানে প্রবেশ বা প্রস্থান করেননি বলে নিশ্চিত হয়েছে।

শেষ হাউজিং ইউনিটে (SHU) যেখানে এপস্টাইন ছিলেন, সেখানকার সাধারণ এলাকার ভিডিও ফুটেজ আত্মহত্যার তথ্যকে সমর্থন করে,” জানানো হয়েছে। “২০১৯ সালের ৯ আগস্ট রাত ১০টা ৪০ মিনিট থেকে পরদিন সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কেউ SHU-র টিয়ারে প্রবেশ করেননি,” বলে উল্লেখ করে এফবিআই।“বি

স্মারকলিপিতে আরো বলা হয়, যৌন পাচার মামলার মুখোমুখি থাকা এই আর্থিক ব্যবসায়ী ‘ক্লায়েন্ট লিস্ট’ বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো তালিকা রাখতেন এমন অভিযোগও ভিত্তিহীন।

এ বিষয়ে ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে বিতণ্ডাও হয়েছে, যেখানে মাস্ক দাবি করেছিলেন, ট্রাম্প সেই তালিকায় আছেন। যদিও ট্রাম্প এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

“পুনর্মূল্যায়নে কোনো অপরাধমূলক ক্লায়েন্ট লিস্ট পাওয়া যায়নি। এপস্টাইন কোনো প্রভাবশালী ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছেন। এমনও কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। তৃতীয় পক্ষের বিরুদ্ধে তদন্ত শুরুর মতো প্রমাণও পাওয়া যায়নি,” বলা হয়েছে স্মারকলিপিতে।

যদিও এফবিআই পরিচালক কাশ প্যাটেল অতীতে এপস্টাইনের সহযোগীদের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছিলেন, তবে নতুন স্মারকলিপিতে জানানো হয়, প্রভাবিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য রক্ষার্থে অধিকতর কোনো তথ্য প্রকাশ করা হবে না। এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বংগিনো গত মাসে ফক্স নিউজে বলেন, তিনি পুরো ফাইল পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন যে, “এপস্টাইন আত্মহত্যা করেছিলেন।”

তবে আগের বছর ২০২৩ সালে বংগিনো বলেছিলেন, “জেফরি এপস্টাইনের কাহিনি খুবই গুরুত্বপূর্ণ, এটি যেন হারিয়ে না যায়। এ বিষয়ে নজর রাখুন।”

শহীদ

×