ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

২০১৭ সালে সিরিয়াল খুন: ‘টুইটার খুনি’র ফাঁসির রায় কার্যকর

প্রকাশিত: ১১:০২, ২৮ জুন ২০২৫

২০১৭ সালে সিরিয়াল খুন: ‘টুইটার খুনি’র ফাঁসির রায় কার্যকর

ছবি: সংগৃহীত

জাপানে শুক্রবার ‘টুইটার খুনি’ নামে খ্যাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে, যিনি অনলাইনে (টুইটার) পরিচিত হওয়া নয়জনকে হত্যা করেছিলেন। ২০১৭ সালের একটি সিরিয়াল হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাকাহিরো শিরাইশির ফাঁসি ২০২২ সালের পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথম ঘটনা।

কানাগাওয়া প্রদেশের জমা শহরে তার নিজ আবাসনে আটজন নারী ও এক পুরুষকে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে তাকাহিরো শিরাইশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিচারমন্ত্রী কাইসুকে সুজুকি, যিনি শিরাইশির ফাঁসি অনুমোদন দেন, বলেন, ‘সামাজিকভাবে গভীর ধাক্কা এবং অস্থিরতা সৃষ্টিকারী অপরাধে অভিযুক্তের অত্যন্ত স্বার্থপর মনোভাব বিবেচনায় নিয়ে আমি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি।’

এই ফাঁসির আগে, ২০২২ সালের জুলাই মাসে টোকিওর আকিহাবারা শপিং জোনে ২০০৮ সালে ছুরি নিয়ে তাণ্ডব চালানো এক ব্যক্তির ফাঁসি হয়েছিল। এছাড়া, এটি ছিল প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সরকারের ক্ষমতায় আসার পর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর।

গত বছরের সেপ্টেম্বর মাসে, একটি ভুল দণ্ডপ্রাপ্তির পর প্রায় ৬০ বছর মৃত্যুদণ্ড ভোগ করার পর ইওয়া হাকামাদা নামে এক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছিল।

জাপানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসির মাধ্যমে, এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসির কয়েক ঘণ্টা আগে নোটিশ দেওয়া হয়। তবে এই পদ্ধতি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে সমালোচিত হয়েছে, কারণ এটি বন্দিদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।

বিচারমন্ত্রী সুজুকি বলেন, ‘এই ধরনের সহিংস অপরাধ চলতেই থাকলে মৃত্যুদণ্ড বাতিল করা উপযুক্ত নয়।’ বর্তমানে জাপানে ১০৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছেন।

 

সূত্র: এনবিসি নিউজ।

রাকিব

×