
জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম সুমন আহম্মেদ (১৮)। সে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে এসএসসি পাশ বেকার যুবক।
শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সুমনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সুমন আহম্মেদ তার ফেসবুক আইডিতে আবু সাঈদের একটি ছবি যুক্ত করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি পোস্ট করে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন জুলাইযোদ্ধারা। তারা অভিযুক্ত সুমনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আঁখি