ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ইরান আবার পারমাণবিক অস্ত্রে হাত দিলে বোমা মারবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত: ১৩:৫৩, ২৮ জুন ২০২৫

ইরান আবার পারমাণবিক অস্ত্রে হাত দিলে বোমা মারবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাম্প্রতিক দাবির তীব্র সমালোচনা করেছেন, যেখানে খামেনি বলেছিলেন যে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ করে বলেন, “আমি তোমায় একটি অত্যন্ত করুণ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি।” তিনি আরও অভিযোগ করেন, ইরানের নেতা যুদ্ধে বিজয়ের দাবি করে “স্পষ্ট ও বোকামিপূর্ণভাবে মিথ্যা” বলছেন।

ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ইরানকে নিয়ে আগের অবস্থানেই অনড় রয়েছেন এবং পারমাণবিক ইস্যুতে আবারও আক্রমণাত্মক বার্তা দিয়েছেন। খামেনির দাবি, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে ইরান একটি কৌশলগত বিজয় অর্জন করেছে। তবে ট্রাম্প সেই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, “তুমি হেরেছো, এবং সেটা খুবই বাজেভাবে।”

এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে, বিশেষ করে যখন উভয় দেশই নিজেদের ভূমিকাকে 'নিরাপত্তা রক্ষায় আবশ্যক' হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

Jahan

×