ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যুদ্ধ বন্ধে সম্মতি নেই ইসরায়েলের, তাই থেমে নেই হামলা

প্রকাশিত: ০২:২২, ২৭ মে ২০২৫

যুদ্ধ বন্ধে সম্মতি নেই ইসরায়েলের, তাই থেমে নেই হামলা

ছবি আলজাজিরা

গাজায় যুদ্ধবিরতি বিষয়ে চলমান আলোচনায় অগ্রগতি না হওয়ার মূল কারণ হিসেবে ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহকে দায়ী করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি সমঝোতা খসড়া তৈরি হলেও, সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তারা যুদ্ধ বন্ধ করতে চায় না।

"হামাস যে কোনও সমঝোতায় যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা চায়। কিন্তু ইসরায়েল সেটা মানতে নারাজ," বলেন বিশারা।

তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের সময় যে ত্রিস্তর চুক্তি হয়েছিল, সেটির প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে প্রবেশের কথা থাকলেও, ইসরায়েল তা লঙ্ঘন করেছে। তারা হামাসকে একটি অসম চুক্তি মানতে বাধ্য করার জন্য প্রতিদিন গাজায় বোমা হামলা চালাচ্ছে।

"প্রতিদিন শতাধিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। গোটা পরিবারকে পুড়িয়ে মারা হচ্ছে। এটিই এখন চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠেছে," মন্তব্য করেন মারওয়ান বিশারা।

এই ধরনের সহিংসতা ও অসম চুক্তির প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি সতর্ক করেন।

এসএফ 

×