ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট? ভিডিও সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত: ২০:০৮, ২৬ মে ২০২৫; আপডেট: ২০:০৯, ২৬ মে ২০২৫

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট? ভিডিও সম্পর্কে যা জানা গেল

ছবিঃ সংগৃহীত

চলছিল সরাসরি সম্প্রচার। সবে মাত্র খোলা হয়েছে বিমানের দরজা। ঠিক তখনই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের গালে সপাটে পড়লো চড়! তবে কি সত্যিই স্ত্রীর কাছেই চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট?

রবিবার ভিয়েতনাম সফরে গিয়ে প্লেন থেকে নামার সময় এমন এক আকস্মিক ঘটনাই এখন নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

ঘটনার সময় অপ্রস্তুত থাকলেও পরিস্থিতি সামলে নেন ম্যাক্রন। তবে বিমান থেকে নামার সময় দম্পতির মধ্যকার উত্তেজনা যেন চোখে পড়ার মতো ছিল। জানা গেছে, ওইদিন ভিয়েতনামের একটি বিমানবন্দরে অবতরণের পর প্লেনের দরজা খোলেন নিরাপত্তাকর্মীরা।

ঠিক তখনই, আড়াল থেকে একটি হাত এগিয়ে এসে ম্যাক্রনের মুখে আঘাত করে। যদিও কিছু গণমাধ্যম এটিকে ‘ঠেলা’ হিসেবে উল্লেখ করেছে, কিন্তু অনেকেই বলছেন এটি আসলে তাঁর স্ত্রীর হাতেই একটি চড় ছিল।

চড় খাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়তেই ম্যাক্রন দ্রুত পরিস্থিতি সামলে বিমান থেকেই হাসিমুখে হাত নাড়ান এবং পরক্ষণেই বিমানের ভেতরে চলে যান। পরবর্তীতে রয়টার্স সেই চড়ের দৃশ্য স্লো মোশন ভিডিওতেও প্রকাশ করে।

কিছুক্ষণ পর ম্যাক্রন দম্পতি একসঙ্গে বিমান থেকে বের হয়ে আসেন। ভিডিওতে দেখা যায়, চড়টি যে তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রনের হাত থেকেই এসেছে, তা তাঁর লাল পোশাক দেখে অনেকটাই নিশ্চিত করা যাচ্ছে।

এছাড়া আরও একটি দৃষ্টান্তপূর্ণ মুহূর্ত দেখা যায়—ম্যাক্রন তাঁর স্ত্রীকে হাত ধরতে এগিয়ে দিলেও ব্রিজিট তা ধরেননি এবং একা একাই নেমে যান বিমান থেকে।

প্রথমে এই ভিডিওটিকে ‘নকল’ বলে উড়িয়ে দিয়েছিল এলিসি প্রাসাদ। তবে পরে এক বিবৃতিতে তারা জানায়, এটি দম্পতির ব্যক্তিগত খুনসুটি ছিল এবং এ নিয়ে বাড়তি কিছু ভাবার প্রয়োজন নেই।

সূত্রঃ https://youtu.be/sWTg1dFxocw?si=FWq6U_NgxHOhLhMG

ইমরান

আরো পড়ুন  

×