
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নেবে — এমন খবর ভারত সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “আলোচনা এখনও চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে যে বক্তব্য এসেছে, তা ভুল ধারণা।” তিনি আরও বলেন, “কোনো বাণিজ্য চুক্তি অবশ্যই পারস্পরিক লাভজনক হতে হবে এবং উভয় দেশের স্বার্থ রক্ষা করবে। চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু বলা premature।”
এর আগের দিন ট্রাম্প সংবাদকর্মীদের বলেন, দিল্লি একটি প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত কোনো শুল্ক আরোপ না করেই মার্কিন পণ্য আমদানি করতে চায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই দাবি উল্টে দিয়েছে।
বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত এপ্রিলে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৭% শুল্ক আরোপ করেছিলেন। সেই শুল্কের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ চলতি বছরের ৯ জুলাই শেষ হবে, তাই ভারতের সঙ্গে দ্রুত চুক্তি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
এদিকে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনও নিজেদের মধ্যে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৩০% করার পরিকল্পনা করছে, আর চীন কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১২৫% থেকে ১০% করবে।
ইমরান