
ছবিঃ সংগৃহীত
নাটোরের শিশু আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলার বিচার চলাকালীন, তিন আসামি খালাস পাওয়ার পর তার মা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, খালাসের সিদ্ধান্ত ঠিক হয়নি এবং এই ঘটনায় তিনি হাইকোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। আছিয়ার মা বলছেন, "এই আসামিরা দোষী এবং তারা ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি দেওয়া উচিত।"
মামলায় মূল আসামি সজীবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে তারা আছিয়াকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল। শিশুটির মা জানান, "তারা আছিয়ার বোনকে মারধর করেছে এবং মুখ আটকে রেখেছিল। আমি চাই, হাইকোর্ট যেন তাদের শাস্তি দেয় এবং এদের খালাস না দেয়।"
তিনি আরো বলেন, "এই হত্যাকাণ্ডে অন্যদেরও সহযোগিতা ছিল এবং একে অপরকে সহায়তা করেছিল। একমাত্র আছিয়ার বোনও যদি সকালে সাহায্য না পেত, তবে তার জীবন শেষ হয়ে যেতে পারত।"
মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ আছিয়ার মা, যিনি সজীব ও তার সহযোগীদের শাস্তি নিশ্চিত করতে ন্যায়বিচারের আশায় হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
মারিয়া