
ছবি: সংগৃহীত
‘Ben & Jerry’s’ আইসক্রিম কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা বেন কোহেনকে ওয়াশিংটন ডিসিতে একটি কংগ্রেসনাল কমিটির শুনানি থেকে বের করে দেওয়া হয়। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা পরিচালক রবার্ট এফ কেনেডি জুনিয়রের বক্তব্যের সময় গাজার পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানান।
বের করে দেওয়ার সময় কোহেন বলেন, “কংগ্রেস গাজায় দরিদ্র শিশুদের বোমা মেরে হত্যা করে, আর সেই অর্থ আসে আমেরিকায় শিশুদের মেডিকেইড থেকে কেটে নেওয়া টাকায়।”
ঘটনার একটি ভিডিও তিনি পরে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শেয়ার করেন।
এসএফ