ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইরানে ইসরায়েলী গুপ্তচরের ফাঁসি

প্রকাশিত: ১১:২১, ২ মে ২০২৫

ইরানে ইসরায়েলী গুপ্তচরের ফাঁসি

ছবি : সংগৃহীত

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দার ফাঁসি কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

 

ইরানি গণমাধ্যম সূত্রে জানা যায়, মহসিন লাঙ্গার নেশিন নামের ওই ব্যক্তি ২০২০ সালের শেষ দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ শুরু করেন। মাত্র তিন মাসের মধ্যে তিনি গুপ্তচরবৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রথম মিশনে অংশ নেন।

 

 

এরপর দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেন। এই সময়ে তিনি কেবল তথ্য সংগ্রহ ও সরবরাহই করেননি, বরং যানবাহন ক্রয়, অর্থ স্থানান্তর ও মিশন বাস্তবায়নেও যুক্ত ছিলেন।

তার অংশগ্রহণকৃত অন্যতম আলোচিত ঘটনার মধ্যে রয়েছে আইআরজিসি-র কর্নেল হাসান সাইয়েদ খোয়াদির হত্যা। এই হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

মহসিন লাঙ্গার নেশিনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং চূড়ান্ত রায় অনুযায়ী শাস্তি কার্যকর করা হয়। ইরান বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে এবং শাস্তি প্রয়োগে কোনো ছাড় দেবে না।

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার