যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতাকে হত্যার ঘটনায় ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর জেরে ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর বিবিসির।
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে ইরান। তাই ইরান এবং এর মিত্র দেশগুলোর হাত থেকে ইসরাইলকে রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা বিভাগ ইরান বা ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ওয়াশিংটন। ইসরাইল প্রতিরক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন- মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষাসক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানো হয়েছে।
গোলান মালভূমিতে হামলায় হতাহতের ঘটনার প্রতিশোধ নিতে ৩০ জুলাই বৈরুতে হামলা চালায় ইসরাইল। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর। এর পরদিন ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। তবে এ হত্যাকা-ের দায় এখনো স্বীকার করেনি ইসরাইল। এদিকে ইরান এ হামলার জন্য সরাসরি ইসরাইলকেই দায়ী করছে। আর এ হত্যার জন্য তেল আবিবকে কঠোর শাস্তি পেতে হবে বলে হুমকি দিয়েছে ইরান।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি ইরান এবং তাদের মিত্র-অংশীদারদের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা বৃদ্ধি করতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসব সরঞ্জামের মধ্যে অস্ত্রসহ বিভিন্ন ক্যাটাগরির রসদ রয়েছে। সামরিক ঘাঁটিগুলোর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ইউএসএস থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নামের দুই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই মোতায়েন ছিল।