
অটল সেতু। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে মহারাষ্ট্র সফরে গিয়ে সমুদ্রের ওপর নির্মিত দীর্ঘতম সেতু উদ্বোধন করেছেন। শনিবার সকাল থেকেই সেতুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
৬ লেন চওড়া এই সেতুটির দৈর্ঘ ২১ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে ১৬ দশমিক ৫ কিলোমিটার গেছে সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫ দশমিক ৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে চলে গেছে।
সেতুটি ‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল) নামে পরিচিত হলেও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই সেতুর নাম দেওয়া হয়েছে ‘অটল সেতু’।এনডিটিভি জানায়, এই সেতু নির্মাণ করতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি।
এ সেতু দক্ষিণ মুম্বাইকে নবি মুম্বাইয়ের সঙ্গে সংযুক্ত করেছে। সেতুটির বিশেষত্ব হল, এতে দু’ঘন্টার রাস্তা অতিক্রম করা যাবে মাত্র ১৫-২০ মিনিটে। পাশাপাশি মুম্বাই থেকে পুণে, গোয়া ও দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ভ্রমণের সময়ও কমবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৬ সালের ডিসেম্বরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ভারতের স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সেতুটির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়।
এসআর