ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

হামলা তো মাত্র শুরু: ইসরায়েলের প্রধানমন্ত্রী 

প্রকাশিত: ১০:৪১, ১৪ অক্টোবর ২০২৩

হামলা তো মাত্র শুরু: ইসরায়েলের প্রধানমন্ত্রী 

সংগৃহীত

ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলা তো মাত্র শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

পাল্টা হামলা জোরদার করা নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।’ 

গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা চালায়। ওই দিনই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই জানে আমরা জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’

খবর বিবিসির।

এসআর

×