ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ

প্রকাশিত: ০৯:২৩, ২০ মে ২০২৫

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ

ছ‌বি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকলেও টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। এ বছর শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৩টি বিশ্ববিদ্যালয়ই যুক্তরাষ্ট্রের বাইরের। এ তালিকায় সবচেয়ে উজ্জ্বল অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে শীর্ষ ১০০-তে স্থান করে নিয়েছে ১২টি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যা টানা নয়বার এই গৌরব অর্জন করল। শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে সম্পৃক্ততার দিক থেকে অসাধারণ অগ্রগতির ফলে অক্সফোর্ড এই সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। তাদের মোট স্কোর ৯৮.৫।

অক্সফোর্ডের সাফল্যের পাশাপাশি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (৫ম স্থান, স্কোর ৯৭.৪) ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন (৯ম স্থান, স্কোর ৯৭.৪) যুক্তরাজ্যের উচ্চশিক্ষার মর্যাদা আরও সুদৃঢ় করেছে।

এছাড়া ইউরোপ মহাদেশে সুইজারল্যান্ডের ETH জুরিখ (১১তম স্থান, স্কোর ৯৩) এবং এশিয়ায় চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় (১২তম স্থান, স্কোর ৯২.৫) ও পেকিং বিশ্ববিদ্যালয় (১৩তম স্থান, স্কোর ৯২) নিজেদের অবস্থান শক্ত করেছে।

এই র‍্যাঙ্কিং পাঁচটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হয়েছে:

  • শিক্ষাদান

  • গবেষণার পরিবেশ

  • গবেষণার মান

  • আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি

  • শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ততা

এই সূচকগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক কার্যকারিতা ও বৈশ্বিক প্রভাব মূল্যায়ন করা হয়েছে।

বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের প্রতিযোগিতার এই যুগে এই র‍্যাঙ্কিং স্পষ্ট করে দিচ্ছে যে, কেবল যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোও এখন উচ্চশিক্ষার মানদণ্ডে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করছে। ফলে বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্রে অ-মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাব ক্রমেই বিস্তৃত হচ্ছে।

 

সূত্র: https://www.tbsnews.net/infograph/numbers/worlds-top-universities-outside-united-states-2025-1145296

এএইচএ

×