
নুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ছবি তোলা হয়।
দেশ থেকে স্বপ্নডানায় ভর করে যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় আসেন তাদের জীবনকে একটু সহজ করার প্রয়াস নিয়ে এগিয়ে এলো মাইগ্রেশন ভিত্তিক প্রতিষ্ঠান সিবিজি গ্লোবাল।
শনিবার (৭ অক্টোবর) সিডনির গ্রামীণ রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিবিজির টিমওয়ার্কে উঠে আসে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে নিরসন হবে শিক্ষার্থীদের ভোগান্তি।
আরও পড়ুন :কানাডায় বাংলাদেশিসহ নতুন অভিবাসীদের নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত
এ সময় প্ররোচনা কিংবা চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে কোর্স পরিবর্তনের ফাঁদে না পড়া, ভিসা শর্ত সঠিকভাবে পালন করা ও ভিসা শর্তের বাইরে অতিরিক্ত সময় কাজ না করার ব্যাপারে শিক্ষার্থীদের অবহিত করা হয়। তথ্যমূলক ইভেন্টটিতে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সিবিজি গ্লোবালের চেয়ারম্যান সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক মেধাবী, এখন সময় এসেছে আমাদের গ্লোবাল ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার। একটু প্রফেশনাল গাইড নিয়ে এগোলে প্রত্যেকটি শিক্ষার্থী দ্রুত পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের চেষ্টা থাকবে শিক্ষার্থীদের জন্য নিবেদিত হয়ে কাজ করার।
শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ড. ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি অস্ট্রেলিয়ান সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী সারাহ আহমেদ।
সিবিজি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ড. রাজীব মজুমদার বলেন, আমরা আনন্দিত যে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে। শিক্ষার্থীরা সঠিক প্রফেশনালদের কাছ থেকে তাদের প্রশ্নের জবাব পেয়েছেন, এই আয়োজনটি আমরা দায়িত্ববোধ থেকে করেছি।
এম হাসান