ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

অতিরিক্ত গরম পানিতে শতাধিক ডলফিনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৫, ২ অক্টোবর ২০২৩

অতিরিক্ত গরম পানিতে শতাধিক ডলফিনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

নজিরবিহীন খরা ও  অতিরিক্ত গরম পানির কারণে শতাধিক ডলফিনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের আমাজনের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ১০২ ডিগ্রি ফারেনহাইট।

ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা কেন্দ্র মামিরাউ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সাত দিনে লেক টেফেতে এসব মৃত ডলফিন পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, নজিরবিহীন খরা ও পানিতে অত্যাধিক গরম এগুলোর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। তাছাড়া এত সংখ্যক ডলফিনের মৃত্যু অস্বাভাবিক।

খবরটি ওই অঞ্চলে মানুষের কর্মকাণ্ড ও চরম খরার প্রভাব নিয়ে জলবায়ু বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ঘটনার প্রধান কারণ শনাক্তের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, খরা ও অতিরিক্ত গরমই এর সঙ্গে সংযুক্ত।

আমাজন নদী বিশ্বের বৃহত্তম জলপথ। বর্তমানে সেখানে শুষ্ক মৌসুমে চলছে। সেখানের আরও কিছু প্রাণী রেকর্ড-উচ্চ তাপমাত্রায় ভুগছে।

সূত্র: সিএনএন

টিএস

×