ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগ্নেয়গিরির গর্জন 

প্রকাশিত: ২১:৩৫, ৯ জুন ২০২৩

আগ্নেয়গিরির গর্জন 

.

ফিলিপিন্সে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এটি দেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। গ্যাস, ধ্বংসাবশেষ পাথরের অতি উত্তপ্ত স্রোত এর ওপরের ঢালে নেমে যাওয়ার পর চলতি পরিস্থিতিতে কর্তৃপক্ষের শঙ্কা, কয়েক দিনের মধ্যে বিপজ্জনক অগ্ন্যুৎপাত হতে পারে। হাজার ৪৬৩ মিটার মেয়ন আগ্নেয়গিরির অবস্থান আলবে প্রদেশের কেন্দ্রে। বৃহস্পতিবার রাজ্যের আগ্নেয়গিরি সংস্থা এক বিবৃতিতে বলেছে, আগ্নেয়গিরিটি ম্যাগম্যাটিক বিস্ফোরণ প্রদর্শন করছে। -বিবিসি

×