
আপো হুয়াং-ওড
বিশ্বের জনপ্রিয় ম্যাগাজিন ভোগ ফিলিপিন্স তাদের এপ্রিল ২০২৩ সালের সংখ্যা প্রকাশ করেছে। ম্যাগাজিনটির এবারের সংস্করণের কভার পেজে জায়গা করে নিয়েছেন আপো হুয়াং-ওড নামের ১০৬ বছর বয়সী এক বৃদ্ধা। মূলত শরীরে ট্যাটু আঁকার প্রাচীন রীতি ধরে রাখার কারণে ভোগ ফিলিপিন্সের প্রচ্ছদে অপোর ছবি দেওয়া হয়েছে। ম্যাগাজিনটির ইতিহাসে এর আগে এত বয়সী কেউ কভার পেজে জায়গা করে নিতে পারেননি। অপো হুয়াং ওড মারিয়া ওগে নামেও পরিচিত। তিনি কৈশোর বেলা থেকেই শরীরে হাত দিয়ে ট্যাটু আঁকার কাজটি করছেন। -সিএনএন