ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানির ১৮ লেপার্ড টু ট্যাঙ্ক পেল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২৮ মার্চ ২০২৩

জার্মানির ১৮ লেপার্ড টু ট্যাঙ্ক পেল ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে ১৮টি লেপার্ড টু ব্যাটল ট্যাঙ্ক পাঠিয়েছে জার্মানি। ট্যাংকগুলো ইউক্রেনে পৌঁছেছে বলে সোমবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পশ্চিমাদের অস্ত্রাগারে যত ট্যাঙ্ক আছে সেগুলোর মধ্যে লেপার্ড টু ব্যাটল ট্যাঙ্ককে সেরা বলে বিবেচনা করা হয়। জানুয়ারিতে ইউক্রেনকে এসব ট্যাঙ্ক সরবরাহ করতে সম্মত হয়েছিল জার্মানি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
রাশিয়ার আক্রমণকে পরাস্ত করতে ভারী অস্ত্রশস্ত্র দরকার বলে কিইভ বলে আসছে। কিন্তু জার্মানি প্রথমে ইউক্রেনকে এসব ট্যাঙ্ক পাঠাতে আগ্রহী ছিল না, অন্য দেশগুলোকেও তাদের নিজেদের মতো করে এসব ট্যাঙ্ক পাঠানোর অনুমতিও দেয়নি বার্লিন। এই ট্যাঙ্ক পাঠানো হলে তা বিপজ্জনক উস্কানি হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ার করেছিল মস্কো, অবশেষে সেই ভয় দূরে ঠেলে ট্যাঙ্কগুলো পাঠালো তারা।

×