
তুষারাবৃত পাহাড়ের দিকে তাকিয়ে আছে একটি চিতা বাঘ
তুষারাবৃত পাহাড়ের দিকে তাকিয়ে আছে একটি চিতা বাঘ। জার্মান ফটোগ্রাফার শাশা ফনসেকা চোখ ধাঁধানো এমন একটি ছবি তুলেছিলেন ভারতে। আর সাধারণ মানুষের ভোটে মর্যাদাপূর্ণ ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েজের’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে ভারতীয় এ চিতার ছবিটি। প্রকৃতিপ্রেমী ৬০ হাজার ৪৬৬ জন পাহাড়ের দিকে তাকিয়ে থাকা চিতার ছবিটিকে সেরা হিসেবে ভোট দিয়েছেন। জার্মানির পেশাদার ফটোগ্রাফার শাশা ভারতের উত্তরাঞ্চলের লাদাখের একটি পাহাড়ে ক্যামেরা বসান। ওই ক্যামেরায় ধরা পড়ে ‘সূর্য অস্ত যাচ্ছে আর একটি চিতাবাঘ পাহাড়ের দিকে তাকিয়ে আছে’ এমন একটি দৃশ্য। প- সিএনএন