ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এসব বিক্ষোভে সহিংসতার জন্য পরোক্ষভাবে শুধু মুসলিমদের দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খ-ে এক সমাবেশে তিনি বলেছেন, ‘এসব আগুন কারা লাগাচ্ছে, সেটা তাদের পোশাক দেখলেই চেনা যায়।’ বিবিসি।
এবার এ ইস্যুতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বদলা নেয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার। বদলা হিসেবে মুসলিমদের সম্পদ জব্দ করে তা অন্যত্র বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। বলা হচ্ছে, ওই বিক্রিলব্ধ অর্থ থেকে বিক্ষোভকালীন সহিংসতা, ভাঙচুরের ক্ষতিপূরণ আদায় করা হবে। কদিন আগেই বেঙ্গালুরুতে আন্দোলনকারীদের ফাঁসাতে গাড়িতে পুলিশের আগুন দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে টুপি পরে ট্রেনে পাথর ছোড়ার সময় বিজেপি কর্মীসহ ছয়জনকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পশ্চিমবঙ্গে ৩.২ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি। মঙ্গলবার রাত ৮টা ৭ মিনিটে ৩ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিমি গভীরে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত জুলাইয়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল শিলিগুড়িসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা। সে সময়ই আতঙ্কে রাস্তায় এসেছিল বহু মানুষ। এবার জলপাইগুড়িতেও হয়েছে তেমনটিই। -এনডিটিভি