ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাগরে তলিয়ে গেছে হাজার হাজার পেঙ্গুইন ছানা

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ এপ্রিল ২০১৯

সাগরে তলিয়ে গেছে হাজার হাজার পেঙ্গুইন ছানা

বড় প্রজাতির হাজার হাজার পেঙ্গুইনের ছানা প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্রে তলিয়ে গেছে। তাদের আশ্রয় নেয়া বরফ চাঁই ভেঙ্গে পড়লে ছানাগুলো সাগরের পানিতে তলিয়ে যায়। খবর বিবিসি অনলাইনের। এ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে ২০১৬ সালে এ দুর্যোগ ঘটে। বিজ্ঞানীরা বলেছেন, ব্রান্ট আইস শেল্ফের এক প্রান্তে পাখিদের এ বসতি অসংখ্য প্রাপ্তবয়স্ক পাখিসহ ধ্বংস হয়ে গেছে এবং এ প্রজাতির আবারও আবির্ভাব হওয়ার কোন উদ্যোগ লক্ষণ দেখা যাচ্ছে না। ব্রিটিশ এ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) এক টিম বড় প্রজাতির ছানাগুলোর নাটকীয় ধ্বংসের রিপোর্টটি প্রকাশ করেছে। ড. পিটার ফ্রেটওয়েল ও ড. ফিল ট্র্যাথান এ তথাকথিত হ্যালে বে কলোনি অদৃশ্য হওয়ার বিষয়টা উপগ্রহ ছবিতে পর্যবেক্ষণ করেছেন। ব্রান্ট আইস শেল্ফের এ পাখি ছানাগুলো রাতারাতি লোপ পেয়েছে। এগুলো কয়েক দশকে গড়ে ১৪ হাজার থেকে ২৫ হাজার ব্রিডিং জোড়ায় পৌঁছেছিল। এ সংখ্যা বিশ্বে মোট পেঙ্গুইন সংখ্যার ৫ থেকে ৯ শতাংশ। এ পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে উচ্চতা ও ওজনবিশিষ্ট এবং জন্ম দেয়ার জন্য এদের জন্য প্রয়োজন সমুদ্র বরফ চাঁইয়ে নির্ভরযোগ্য বিশেষ গর্তস্থান এবং এ বরফমঞ্চ এপ্রিল থেকে ডিসেম্বরের পূর্ব পর্যন্ত টিকে থাকে।
×