ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে বন্দুকযুদ্ধে নিহত ১

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে স্থানীয় পুলিশের সঙ্গে মিলিশিয়া গোষ্ঠীর বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় ওই মিলিশিয়া গোষ্ঠীর নেতা অ্যামন বান্ডিসহ (৪০) পাঁচজনকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বিষয়টি জানিয়েছে। মার্কিন পুলিশ বলছে, তিন সপ্তাহ আগে অ্যামন বান্ডির নেতৃত্বে ওরেগন অঙ্গরাজ্যে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় বন্যপ্রাণী সংরক্ষাণাগারের ভবনসহ কয়েকটি স্থাপনা দখল করে নেয় ওই মিলিশিয়ারা। অ্যামন বান্ডিসহ পাঁচজনকে আটকের কিছু পর আলাদাভাবে আরও দুই জনকে আটক করা হয়েছে। তবে ওই বন্যপ্রাণী সংরক্ষাণাগারে এখনও মিলিশিয়া গোষ্ঠীর বাকি সদস্যরা অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।
×