ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেনকে আরও ৪৮২ মিলিয়ন ডলার দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ইউক্রেনকে আরও ৪৮২ মিলিয়ন ডলার দেবে কানাডা

কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি ও তার  স্ত্রী

যুক্তরাষ্ট্রের পর কানাডায়ও সফল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। কানাডার সরকার ইউক্রেনের জন্য অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী আব্রাহামস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি। অটোয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে শুক্রবার যৌথ সংবাদ সম্মেলন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ট্রুডো বলেন, ‘পশ্চিমপন্থি ইউক্রেনের সঙ্গে দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে থাকবে কানাডা। তিন বছরেরও বেশি সময় ধরে কিয়েভকে অতিরিক্ত ৪৮২ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে।’ এই সহায়তার মধ্যে ৫০টি সাঁজোয়া যান এবং এফ-১৬ ফাইটার পাইলটদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধে ইউক্রেনকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে সহায়তার শীর্ষে রয়েছে কানাডা।
ট্রুডো বলেন, ‘কীভাবে আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করি, ইতিহাসে তা লেখা থাকবে। যতদিন লাগে আমরা ইউক্রেনের পাশে থাকব। এই সাহসী লড়াইয়ের বীরদের সঙ্গে থাকব।’ জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।’ 
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ॥ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। ইউক্রেনের হাতে তুলে দিতে যাওয়া নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের চলমান পাল্টা আক্রমণে সাহায্য করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন বলে মার্কিন মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে।

×