ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মোদির সঙ্গে বৈঠকের পর ভারতীয় বাহিনীর পক্ষ থেকে নতুন বার্তা

প্রকাশিত: ০০:০২, ১১ মে ২০২৫

মোদির সঙ্গে বৈঠকের পর ভারতীয় বাহিনীর পক্ষ থেকে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্যঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় নতুন বার্তা দিল ভারতীয় সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এক বিশেষ সামরিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, ভারতীয় বাহিনী সম্পূর্ণ সতর্ক এবং যেকোনো ধরনের উসকানির জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এই প্রথমবারের মতো যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ভারতীয় নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কমোডর রঘু নায়ার। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার নির্দেশ তিন বাহিনীই পালন করবে। তবে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রতিরোধের শক্তি প্রয়োগে এক মুহূর্তও দেরি করা হবে না।


ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তান গত কয়েকদিন ধরে ‘ভুয়া সংবাদ ও মিথ্যা দাবি’ ছড়িয়েছে। সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের মিডিয়া ও সামরিক মুখপাত্ররা বারবার দাবি করছে, তারা ভারতের বিমান ও স্থল ঘাঁটিগুলোতে আঘাত করেছে, কিন্তু এসব ভিত্তিহীন।

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং বলেন, আমাদের টার্গেট ছিল কেবল সন্ত্রাসীদের ঘাঁটি ও ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত স্থাপনাগুলো। মসজিদে হামলার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের বাহিনী সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী। কোনো ধর্মীয় স্থান আমাদের লক্ষ্য ছিল না।

ভারতীয় বাহিনী জানিয়েছে, তারা সীমান্তে যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। ভবিষ্যতে উত্তেজনা বাড়লে প্রতিটি বাহিনী প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

এসএফ

আরো পড়ুন  

×