ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় ভেসে আসা বেলুনে ছড়িয়েছে করোনা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২ জুলাই ২০২২

উত্তর কোরিয়ায় ভেসে আসা বেলুনে ছড়িয়েছে করোনা!

কিম জং

দক্ষিণ কোরিয়া থেকে উড়ে আসা বেলুনের মাধ্যমেই তাদের দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে এমনই দাবি করেছে উত্তর কোরিয়া তাদের দীর্ঘদিনের অভিযোগ, সীমান্ত এলাকা দিয়ে বেলুনে বেঁধে নানা ধরনের প্রচারপত্র পাঠান দক্ষিণ কোরিয়ার সমাজকর্মীরা সেগুলির অধিকাংশ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সমালোচনামূলক এই বিষয়ে আগেও বহুবার ক্ষোভ প্রকাশ করেছে কিমের দেশ গুলি করে বেলুন নামানোর ঘটনাও ঘটেছে তা সত্ত্বেও বেলুন আসা বন্ধ হয়নি

অভিযোগ, বছর এপ্রিলে দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে ইফো শহরে এমনই উড়ে আসা বেলুনের সংস্পর্শে এসেছিল শহরের এক শিশু এবং আঠারো বছরের এক জওয়ান পরে দেখা যায়, দুজনেই ওমিক্রনে সংক্রমিত

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইফোয় সম্প্রতি বেশ কিছু সংক্রমিতের খোঁজ মিলেছে জ্বরের উপসর্গ রয়েছে এমন কয়েক জন ইফোর বাসিন্দা পিয়ংইয়্যাংয়েও এসেছিলেন তাদের থেকে রাজধানীতে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে

এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রশাসন হাওয়ায় ভেসে আসাঅজানাবস্তু, বেলুন বা ওই জাতীয় বস্তুর উপরে কড়া নজরদারি চালাতে এবং সেগুলির উৎস খুঁজে বার করতে জরুরি নির্দেশিকা জারি করেছে পাশাপাশি বলা হয়েছে, কেউ কোনও অজানা উড়ন্ত বস্তুর খবর পেলে তৎক্ষণাৎ যেন প্রশাসনকে তা জানান তবে অজানা বস্তু কী ধরনের হতে পারে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি

সমাজকর্মীদের ওড়ানো বেলুনের কথা অস্বীকার না করলেও ভাবে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী গত এপ্রিলে বেলুনের মাধ্যমে প্রচারপত্র পাঠানোকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় এনেছে দক্ষিণ কোরিয়া তারপর থেকে এই হিড়িক অনেকটাই কমেছে বলে দাবি সোলের

গত দুবছর ধরে উত্তর কোরিয়া করোনাশূন্য বলে দাবি করে এসেছে কিমের প্রশাসন বছর ১২ মে তারা প্রথম করোনা সংক্রমণের কথা মেনে নেয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ৪৭ লক্ষের করোনা সংক্রমণ ঘটেছে মৃত্যু হয়েছে ৭৩ জনের যদিও বাস্তবে সংক্রমিত এবং মৃতের সংখ্যা অনেক বেশি বলেই মনে করছে অন্য দেশগুলি

×