ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩২

প্রকাশিত: ১৭:২৪, ২১ জুলাই ২০২৩

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩২

ফাইল ছবি।

সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৬৭ জনে।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন।

একদিনে ৭৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

এমএম

×