ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে ৪৬০ পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ জানুয়ারি ২০২৩

কঙ্গোতে ৪৬০ পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

বাংলাদেশ পুলিশের সদস্যরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অংশ নিচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। সেখানে সফলতার কারণে পর্যায়ক্রমে বাড়ছে অংশগ্রহণ। এরই অংশ হিসেবে পুলিশের ৪৬০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন।

শনিবার (২৮ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর জানায়, মিশনে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×