ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফোক গানেও অনবদ্য কনা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ২০ এপ্রিল ২০২৫

ফোক গানেও অনবদ্য কনা

দিলশাদ নাহার কনা

বাংলাদেশের এই প্রজন্মের দর্শকপ্রিয় শীর্ষ ও ব্যস্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সাধারণত স্টেজ শোতে নিজের মৌলিক গানই গেয়ে থাকেন। তবে এর পাশাপাশি তিনি দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। সেই ক্ষেত্রে কনা স্টেজ শোতে মরমী কবি হাছন রাজা অথবা বাউল স¤্রাট শাহ আব্দুল করিমেরই গান দর্শক শ্রোতাকে গেয়ে শোনান। 
স্টেজ শোতে কনা হাছন রাজার ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইলো’ গানটিও গেয়ে থাকেন প্রায়ই। এই গানটিই এবার আরটিভি ফোক স্টেশন সিজন সিক্সের আয়োজনে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। নির্দেশনা দিয়েছেন নূর হোসাইন হীরা। এই গান প্রকাশের পরপরই কনার কণ্ঠে আরও একটি ফোক গান প্রকাশিত হয়েছে।

বাউল স¤্র্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিসনা’ শিরোনামের এই গানটি আব্দুল করিমের লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। এই প্রজেক্টের প্রধান হিসেবে আছেন জুয়েল মোরশেদ। এই গানটি কনার কণ্ঠে প্রকাশিত হয়েছে গত পহেলা বৈশাখের দিন। এই গানটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কনা বলেন, আমার যারা মিউজিসিয়ান তারা শ্রদ্ধেয় মরমী কবি হাছন রাজার ‘বাউলা কে বানাইলো’ গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন।

যে কারণে আমি যেকোনো শোতে ফোক গানের প্রসঙ্গে আসলে এই গানটি পরিবেশন করে থাকি। এই গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার পর আমার কাছে ভালো লেগে যায়। যে কারণে গানটি আরটিভির জন্য গাইলাম। আর ‘সখি তোরা প্রেম করিস না’ গানটি অনেক আগেই করাছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটিও সম্পন্ন হলো।
আগামী ২৪ এপ্রিল কনা কক্সবাজারে স্টেজ শোতে গান গাইবেন। ২৬ এপ্রিল ঢাকাতে স্টেজ শোতে গাইবেন তিনি। এরপর ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। সেখানে একটি শোতে সংগীত পরিবেশন শেষে আগামী ২ মে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার