ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

‘মাগুরার ফুল’ সেই আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ১৭ এপ্রিল ২০২৫

‘মাগুরার ফুল’ সেই আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

ছবি সংগৃহীত

মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া—যিনি নির্মম যৌন নির্যাতনের শিকার হয়ে আমাদের সবাইকে কাঁদিয়েছেন, তার স্মরণে তৈরি হয়েছে একটি হৃদয়বিদারক গান। “মাগুরার ফুল” শিরোনামের এই গানটি গেয়েছেন দেশের খ্যাতনামা সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কয়েকজন তরুণ শিল্পী।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবি ও গীতিকার মাহবুবুল খালিদ। গানে শিশু আছিয়ার স্বপ্ন, অপূর্ণতা এবং নির্মম পরিণতি তুলে ধরা হয়েছে ব্যথাতুর আবেগে। গানটি শুরু হয়েছে এই করুণ পঙক্তিতে—
“মাগুরার ফুল, ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই… ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই।”

গানটির বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, “মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এরকম নাড়া দেয়া ঘটনা কিছুদিন পর ভুলে যাই আমরা, আর ছাড় পেয়ে যায় পিশাচেরা। মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা আমাদের বিবেককে বারবার নাড়া দেবে। এতে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত ও আবেগাপ্লুত।”

গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। কণ্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়াও। অডিওর সব কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও, যা শিগগিরই প্রকাশিত হবে।

গানটি প্রকাশ পাবে মাহবুবুল খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট খালিদ সংগীত (www.khalidsangeet.com)-এ। পাশাপাশি থাকবে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে।

প্রসঙ্গত, মাহবুবুল খালিদ এর আগেও ফেলানী, আদুরীসহ বিভিন্ন নির্যাতিত মানুষকে নিয়ে সচেতনতামূলক প্রতিবাদী গান তৈরি করেছেন। তার লেখা ও সুরারোপিত পাঁচ শতাধিক গান ইতোমধ্যে ‘খালিদ সংগীত’ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এসএফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার