ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ জুন ২০২৩

ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ

ওয়েব সিরিজ

মারকিউলিস, চরকি
নির্মাতা আবু শাহেদ ইমন প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। আট পর্বের থ্রিলার ধাঁচের গল্পটি এগিয়েছে এক তরুণীকে কেন্দ্র করে।

‘মারকিউলিস’ দিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। তারকাবহুল সিরিজটিতে সাবিলা ছাড়া আছেন গিয়াসউদ্দিন সেলিম, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম, মাজনুন মিজান, অশোক ব্যাপারী প্রমুখ।  ‘মারকিউলিস’ মুক্তি পাবে ২৮ জুন।

মিশন হান্টডাউন, হইচই
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে এবার বানিয়েছেন ওয়েব সিরিজ। এবারও তাঁরা নির্মাণ করেছেন পুলিশি অ্যাকশন ধাঁচের কাজ। 
এটিএসের (অ্যান্টিটেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরার গল্প। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে নীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসঙ্গে নীরার নিখোঁজ স্বামীকে খুঁজতে থাকে। সিরিজির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও বিদ্যা সিনহা মিম। আরও আছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু। সিরিজটি মুক্তি পাবে ২৮ জুন।

মার্ডার নাইনটিজ, আরটিভি প্লাস
৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। ছবিটিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো তুলে আনা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম। এই ছবি দিয়েই প্রথম থ্রিলারে কাজ করলেন দীঘি। 

রাজু

×