
ছবি: সংগৃহীত
কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই ঘটনার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তানে। আর এ ঘটনার ঠিক কয়েকদিনের মাথায় বলিউডে ঘোষণা দেওয়া হয় একই নামের একটি নতুন সিনেমার—‘অপারেশন সিঁদুর’।
এমন স্পর্শকাতর পরিস্থিতিকে পুঁজি করে সিনেমার নাম ঘোষণাকে ভালোভাবে নেয়নি নেটিজেনরা। পরিচালকদের প্রতি ক্ষোভ উগড়ে দেন অনেকে, বলিউড ইন্ডাস্ট্রিকে ‘নির্লজ্জ’ বলেও আখ্যা দেওয়া হয় সামাজিক মাধ্যমে।
বহু নেটিজেন প্রশ্ন তোলেন, বাস্তবের যুদ্ধ এবং প্রাণহানিকে ব্যবসায়িক সিনেমার প্লটে রূপান্তর করে কীভাবে এত দ্রুত মুনাফা অর্জনের চেষ্টা করা যায়। এমনকি কেউ কেউ এটিকে ‘যুদ্ধকে পণ্যায়নের’ এক জঘন্য উদাহরণ হিসেবে দেখছেন।
সমালোচনার মুখে পড়েন ছবির পরিচালক উত্তম মাহেশ্বর ও নিতিন কুমার গুপ্তা। যুদ্ধ নিয়ে বলিউডে আগেও বহু ছবি নির্মিত হয়েছে, তবে বাস্তব যুদ্ধের কয়েক দিনের মধ্যেই সিনেমা ঘোষণার এমন তড়িঘড়ি সিদ্ধান্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। শেষ পর্যন্ত উত্তম মাহেশ্বর ক্ষমা চাইতে বাধ্য হন, যদিও সিনেমা নির্মাণের সিদ্ধান্ত তিনি এখনো প্রত্যাহার করেননি।
এই ঘটনাটি বলিউডে বাস্তব রাজনৈতিক-সামরিক ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে দ্রুত বাণিজ্যিক ছবি নির্মাণের প্রবণতা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি করেছে।
ফারুক