ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংগ্রহে গণমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি আরোপ এফডিসির

প্রকাশিত: ১৭:১৯, ১৮ মে ২০২৩

সংবাদ সংগ্রহে গণমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি আরোপ এফডিসির

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। ফাইল ফটো

সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমের ক্যামেরা প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার (১৭ মে) এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

এফডিসির এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকেরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন অনেকে।

নাম না প্রকাশের শর্তে এফডিসির এক কর্মী বলেন, বিষয়টি নিয়ে এমডির সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, সাংবাদিকদের এফডিসিতে প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

এফডিসির দাপ্তরিক আদেশে আরও বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত সার্বক্ষণিক সেবার ক্ষেত্রে বিএফডিসিতে প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে গেট পাস ইস্যুর মাধ্যমে অধিক নিরাপত্তা জোরদার করতে হবে।

এর আগে আরও কয়েকবার গণমাধ্যমকর্মীদের এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। 

এসআর

×