ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন

প্রকাশিত: ১৯:২৫, ২৭ মে ২০২৫

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন

ছ‌বি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে আজমেরী হক বাঁধনের নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ চরিত্রে অভিনয়ের জন্য বাঁধনকে নিতে হয়েছে অস্ত্র চালানো ও ফাইটিংয়ের বিশেষ প্রশিক্ষণ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, “এতো বছরের অভিনয় জীবনে কখনও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করিনি। এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এই চরিত্রে কাজ করতে গিয়ে আমাকে বডি ল্যাঙ্গুয়েজ, অস্ত্র ব্যবহারের কৌশল, ফাইটিংসহ বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। একজন পুলিশ অফিসার হঠাৎ করে হওয়া যায় না, চরিত্রটা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও জানান, ‘এশা মার্ডার’ একটি নারীপ্রধান গল্প। বাঁধনের ভাষায়, “আমরা সাধারণত পুলিশ অফিসারের চরিত্রে পুরুষকেই কল্পনা করি। সেই প্রচলিত ধারা থেকে বের হয়ে আমাকে এই চরিত্রে কাস্ট করায় নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।” বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা রয়েছে এবং ঈদে কয়েকটি ছবির সঙ্গে এটি মুক্তি পেতে যাচ্ছে।

এই প্রথম ঈদে সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বাঁধন। তিনি বলেন, “ঈদে এর আগে কোনো সিনেমা আমার মুক্তি পায়নি। এবারই প্রথম। আমি জানি না ঈদের সিনেমা নিয়ে কী ধরনের পরিকল্পনা করতে হয়। তবে ‘রেহানা মরিয়ম নূর’-এর মতো করেই প্রচারণা চালাবো। দর্শকদের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ ভাগ করে নেব।”

ভারতে নতুন কাজ নিয়ে বাঁধন জানান, কলকাতার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং বলিউডের ‘খুফিয়া’ সিনেমার পর অনেক প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ভিসা না পাওয়ায় সেগুলোর কোনোটি করা সম্ভব হয়নি। “এই বিষয়টি আগে বলতে চাইনি, প্রয়োজনও বোধ করিনি। কিন্তু এখন কিছু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে,” জানান বাঁধন।

সামাজিক দায়বদ্ধতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, “‘রেহানা মরিয়ম নূর’ থেকে আমি চেষ্টা করছি এমন কাজ বেছে নিতে, যার মাধ্যমে সমাজে কোনো বার্তা পৌঁছানো যায়। শুধু কাজের জন্য কাজ নয়, বরং এমন কাজ করতে চাই যেটা অর্থবহ। এজন্য অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।”

এছাড়া নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ নামের একটি চলচ্চিত্রের শুটিংও সম্প্রতি শেষ করেছেন বাঁধন। সবকিছু ঠিক থাকলে সেটিও চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

এম.কে.

×